নিজস্ব সংবাদদাতা, মালদা:–-বাইক দুর্ঘটনার রোগীর মৃত্যু রাতেই ধুমধুমার কান্ড হসপিটালে।চিকিৎসায় গাফলিতির অভিযোগ পরিবারের তরফে।পরিবর্তন অভিযোগ বেশ কয়েক ঘন্টা কেটে গেল চিকিৎসা করা হয়নি হসপিটালের বেডে পড়ে রয়েছিল রোগী।জানা গিয়েছে দুইটা নাগ মালদা, নুনবহি এলাকায় বাইক দুর্ঘটনা ঘটে পরিবারের লোকজন উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসলে রোগীর মৃত্যু হয়। জানা গেছে মৃতের নাম সাহিল শেখ বাড়ি মঙ্গলবাড়ী এলাকায়। ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগে এক রোগীর মৃত্যুর ঘটনায় ধুমধুমার মালদা মেডিকেল কলেজ হসপিটালl পরিস্থিতি সামাল দিতে ইংরেজ বাজার থানার পুলিশ মালদা মেডিকেল কলেজ হসপিটালেl জানা যাইl পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মালদা শহরের মঙ্গল বাড়ির বাসিন্দা সাহিল শেখ রবিবার দুপুরে ভর্তি হয় l মালদা মেডিকেল কলেজ হাসপাতালেl পরিবারের লোকের অভিযোগ দীর্ঘক্ষণ সময় পার হয়ে গেল তার চিকিৎসা সেভাবে হয়নিl পরিবারের লোকের অভিযোগ বারবার চিকিৎসার জন্য আবেদন করার পর বিকেলে ইনজেকশন ইনজেকশন দেওয়া হয় তারপরই সাহিল শেখের শারীরিক পরিস্থিতির অবনতি ঘটে, তারপরেই মৃত্যু ঘটে পরিবারের লোকের অভিযোগ ভুল ইনজেকশন দেওয়ার পরই মৃত্যু ঘটেছেl কর্তব্যরত যে সিস্টার ইনজেকশন দিয়েছে সে কিন্তু ঘটনাস্থল থেকে পালিয়েছে পরিস্থিতি সামাল দিতে ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী।
বাইক দুর্ঘটনার রোগীর মৃত্যু, চাঞ্চল্য।












Leave a Reply