তৃনমূল কংগ্রেসের উদ‍্যোগে বিজেপি নেতাদের জাতীয় সঙ্গীত অবমাননা ডঃ বিআর আম্বেত করের অবমাননা আদিবাসীদের অপবিত্র বলে ব‍্যাঙ্গ করার প্রতিবাদে সভা।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-পূর্ব বর্ধমান জেলা তৃনমূল কংগ্রেসের উদ‍্যোগে বিজেপি নেতাদের জাতীয় সঙ্গীত অবমাননা ডঃ বিআর আম্বেত করের অবমাননা আদিবাসীদের অপবিত্র বলে ব‍্যাঙ্গ করার প্রতিবাদে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় শনিবার বর্ধমানের কার্জনগেট চত্বরে।এই সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃনমূলের সভাপতি রবিন্দ্রনাথ চেট‍্যার্জী,বর্ধমান দক্ষিনের বিধায়ক খোকন দাস,তৃনমূলের ছাত্র পরিষদের জেলার সভাপতি স্বরাজ ঘোষ, তৃনমূলের রাজ‍্য মুখপাত্র দেবু টুডু সহ অনান‍্য তৃনমূলের কর্মীসমর্থকেরা।এদিন মঞ্চ থেকে দেবু টুডু জানান ২৯শে নভেম্বর হঠাৎ করে দেখা গেলো বিজেপির যে সভা ছিলো অমিত সাহ এসেছিলেন দিল্লী থেকে উড়ে সেই সভাতে লোক হলোনা বাঙলার মানুষ বয়কট করলো লোক নেই,সেই সভা থেকে হঠাৎ একজন বদ্ধ উরমাদ সাড় বলদটা বিধানসভায় ঢুকে কি অসভ‍্যতা করলেন,জাতীয় সঙ্গিত গাওয়া হচ্ছে সেই জাতীয় সঙ্গীতকে অবমাননা করলেন অপমান করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *