দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- গত ১০ মার্চ কলকাতার ব্রিগেড ময়দানে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভায় ৪২ টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল। বীরভূম লোকসভা কেন্দ্রে শতাব্দী রায়কে তৃণমূলের প্রার্থী করা হয়। তাই প্রার্থী তালিকা বেরোনোর পর সর্বপ্রথম দুবরাজপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ডাঙ্গালে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীদের নিয়ে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করল দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস। যদিও বা লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষনা করেনি নির্বাচন কমিশন। কিন্তু তার আগেই ভোট ময়দানে নামলেন দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিন ভোট প্রচারে হাজির ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপিতা পীযূষ পাণ্ডে, উপ পৌরপিতা মির্জা সৌকত আলী, শহর তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি অরিন্দম চ্যাটার্জি, ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি সেখ নাজাই সহ আরও অনেকে। এদিন উপস্থিত নেতৃত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মী ভাণ্ডার, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী সহ বিভিন্ন প্রকল্প গুলো তুলে ধরেন। পীযূষ পাণ্ডে জানান, এক শ্রেনীর লোক আছে যাঁরা ধর্মের শুঁড়শুড়ি দিয়ে ভোট চাইছে। কিন্তু আমরা উন্নয়নের জেরে ভোট চাইব।