সারাদিন অভুক্ত থেকে মানুষের মঙ্গল কামনায় পুরোহিতরা পুজো করে তাদের দিকে ফিড়েও তাকায় না পুজো কর্তৃপক্ষ।

0
127

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আসন্ন দুর্গা পুজোতে প্যান্ডেল থেকে শুরু করে প্রত্যেক জিনিস এর মুল্য বেড়েছে শুধু মাত্র বাড়ে নি পুরোহিত দের দক্ষিনা।এনিয়ে ক্ষোভ উগরে দিলেন পুরোহিত সমাজ।পুজো উদ্যোগ তারা হাজার হাজার টাকা দিয়ে প্যান্ডেল প্রতিমার জন্য টাকা খরচ করছেন কিন্তু যে যাহারা মানুষ থেকে শুরু করে পুজো উদ্যোগতাদের শুভকামনা করে সারাদিন উপবাস করে কষ্ট করে মায়ের আরাধনা করে তাদের দিকে চেয়েও দেখেন না পুজো উদ্যোগতা থেকে শুরু করে সরকার।
দূর্গা পুজোর খরচ বাবদ বর্তমানে প্রতিটি ক্লাব কে ও পুজো উদ্যোগতাদের অর্থ দিয়ে সাহায্য করে বর্তমান রাজ্য সরকার, কিন্তু সারাদিন অভুক্ত থেকে মানুষের মংগল কামনায় পুরোহিতরা পুজো করে তাদের দিকে ফিড়েও তাকায় না পুজো কর্তৃপক্ষ।
বর্তমানে দক্ষিণ দিনাজপুর জেলা জুড় শারদীয় দুর্গা পুজো হয়ে থাকে প্রায় কম বেশি ৮০০ থেকে হাজার টি। এই পুজো করতে সঠিক ন্যায্য পারিশ্রমিক পাচ্ছেন কেউই। এনিয়ে তাদের ক্ষোভ উগরে দিলেন দক্ষিণ দিনাজপুর জেলার পুরোহিত সমাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here