পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- আজ ৬ই আগষ্ট বুধবার, বিকালে,তৃণমূল কংগ্রেসের কর্মী স্বর্গীয় বিকাশ ঘোষের স্মরণ সভার আয়োজন করল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ব্লকের পলসোনা অঞ্চল তৃণমূল কংগ্রেস পলসোনা গ্ৰামের ডাকের গাছতলায়। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী,কাটোয়া ২ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পিন্টু মন্ডল,কাটোয়া ২পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন,কাটোয়া ২পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজীব চ্যাটার্জী,পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য সাগর প্রধান,কাটোয়া ২পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম ঘোষাল,পলসোনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বিরবল মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই সভায় পলসোনা অঞ্চলের বহু কর্মী-সমর্থকরা হাজির হয়েছিল। বিধায়ক ও নেতৃত্বদের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আরও সমবেদনা জানিয়েছেন এবং প্রয়াতের আত্মার চির শান্তি কামনা করেছেন।
বিকাশ ঘোষের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণসভা তৃণমূলের, জনসমাগমে ভরে উঠল পলসোনা।

Leave a Reply