নিজস্ব সংবাদদাতা, মালদা—-শহরের পাশাপাশি পিছিয়ে নেই গ্রাম বাংলার পুজো আর রবিবার শুভদিনে খুঁটি পূজার মধ্যে দিয়ে হল সূচনা। পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি অঞ্চলের লক্ষ্মী মোড় এলাকার সংগ্রামী সংঘের শ্রী শ্রী সার্বজনীন দুর্গাপূজা উৎসবের অনুষ্ঠিত হলো খুঁটি পুজো। উল্লেখ্য কয়েকদিন বাদেই মেতে উঠবেন ভারতবর্ষের শ্রেষ্ঠতম উৎসব দুর্গাপূজা উৎসবে। তারই অঙ্গ হিসাবে আজ দুপুর আনুমানিক বারোটা নাগাদ ধুমধাম এর সাথে অনুষ্ঠিত হয় খুঁটিপুজো। পুরো নিয়ম নিষ্ঠার সহকারে এদিন এই খুঁটিপূজায় অংশ নেন পূজো কমিটির কর্মকর্তারা। খুঁটি পূজাকে কেন্দ্র করে মিষ্টিমুখেরও আয়োজন করা হয় এবং পূজোর সূচনা হিসাবে নতুন খুঁটি পুতা হয়। পুজো দেখতে অনেক দূর দুরান্ত যেতে হতো তাদেরকে বিশেষ করে বয়স্ক মানুষদের যাতায়াতের সমস্যা হত,তাই এলাকার লোকেরা উদ্যোগ নেন এলাকায় পুজো করার এবং পুরো নিয়ম নিষ্ঠার সাথে ৬ বছর ধরেই এভাবেই পূজো হয়ে আসছে এই গ্রামে। পুজোকে কেন্দ্র করে কটা দিন ব্যাপক উৎসাহ উদ্দীপনা থাকে এলাকা জুড়ে।
ষষ্ঠ বর্ষে মহিষবাথানির দুর্গাপূজা, খুঁটি পূজোকে ঘিরে উৎসাহে ভরপুর এলাকা।

Leave a Reply