দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- পুজোর আগে পুজোকে সামনে রেখে আজ বালুরঘাট বিধানসভার ১ নম্বর মন্ডলের অমৃৎখন্ড অঞ্চলের দৌল্লা সংসদে আসন্ন শারদীয় দুর্গা উৎসবকে সামনে রেখে বস্ত্র বিতরণ করলেন বালুরঘাট বিধানসভার বিধায়ক ডঃ অশোক কুমার লাহিড়ী মহাশয়। তিনি যানা শারদীয়া পুজোর প্রাককালে কামাড় পাড়ার দৌল্লায় গরিব মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে নজির সৃষ্টি করলেন বিজেপির বিধায়ক শ্রী অশোক লাহিড়ী মহাশয়।
শারদীয়া পুজোকে সামনে রেখে অশোক লাহিড়ীর সামাজিক বার্তা – সকলের হাতে উৎসবের আনন্দ।

Leave a Reply