মালদা, নিজস্ব সংবাদদাতাঃ – —আজ ছট পূজা। দেশের বিভিন্ন জায়গায় হিন্দিভাষী দের ছট পূজা উদযাপিত হচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গায় পাশাপাশি মালদা জেলার হবিবপুর ব্লকের বিভিন্ন জায়গায় পাশাপাশি কেন্দপুকুর অনুষ্ঠিত হলো ছট পুজো। এদিন বিহারী থেকে বাঙালি সকলেই এই ছট পূজাতে ভীর জমিয়েছে বিভিন্ন ঘাটে । এই ছট পূজা মূলত হিন্দি ভাষী বিহারী সমাজে এ ছট পূজা হয়ে থাকে। এ ছট পূজায় তিন দিন ধরে চলে। প্রথম দিন খারনা, দ্বিতীয়দিন বিকেল বেলা সূর্য দেবতার ও পরের দিন ভোরবেলা সূর্য উদয়ের সূর্য দেবতার আরাধনায় মেতে ওঠেন সকলে। সোমবার দুপুর থেকে ছট মাইয়ার ভক্তদের আনাগোনা শুরু হয় ঘাটে। সকলে ছট পুজো করতে ডালা নিয়ে চলেন ঘাটে। এদিন হবিবপুর ব্লকের আকতৈল অঞ্চলের কেন্দপুকুর এলাকায় পালিত হয় ছট পুজো। এই ছট পূজায় মেতে উঠেন ৮ থেকে ৮০ সকলে।
সূর্যদেবের বন্দনায় হবিবপুর জুড়ে ছটের আবহ, ভিড় উপচে পড়ল ঘাটে।












Leave a Reply