কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- পুলিশ সূত্রে খবর, কেষ্টপুর দিক থেকে একটি চারচাকা গাড়ি সল্টলেকের দিকে প্রবেশ করছিল। একই সময়ে নিউ ব্রিজ সিগনাল থেকে আরেকটি চারচাকা গাড়ি ইস্ট থানা অভিমুখে যাচ্ছিল। সল্টলেকের ওই সেতুর উপর দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর একটি গাড়িতে আগুন ধরে যায় এবং তা সেতুর রেলিংয়ে ধাক্কা মেরে আটকে পড়ে। মুহূর্তের মধ্যেই গাড়িটি আগুনে পুড়ে যায়। গাড়ির ভেতরে থাকা যাত্রীরা প্রাণে রক্ষা পেলেও গুরুতর আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় এক সাইকেল আরোহী ডেলিভারি বয় ঘটনাস্থলে জড়িয়ে পড়েন। প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাঁর প্যান্ট সেতুর রেলিংয়ে আটকে যায়। সেই সময় আগুনে পুড়ে তিনি মারা যান।
দমকল পৌঁছতে দেরি হওয়ায় ক্ষুব্ধ জনতা দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ভাঙচুর করে।
Leave a Reply