দক্ষিণ দিনাজপুরে ভূগর্ভস্থ জলের সঙ্কট কাটাতে জেলা পরিষদের নতুন পদক্ষেপ।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের উদ্যোগে বালুরঘাট ব্লকের ডাঙা অঞ্চলে বাসনা হবে বিশুদ্ধ পানীয় জলের সোলার পাওয়ার ওয়াটার এটিএম। শনিবার নারকেল ফাটিয়ে পুজো দিয়ে তার শিলান্যাস করলেন জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা। এছাড়াও শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার, ডাঙা গ্রাম পঞ্চায়েতের প্রধান অপর্না বর্মন সহ এলাকার বাসিন্দারা।

দক্ষিণ দিনাজপুর জেলার ভূগর্ভস্থ জল দিন দিন গভীরে চলে যাচ্ছে। এছাড়াও ভূগর্ভস্থ জলে প্রচন্ড পরিমাণে আয়রন ও ফ্লোরাইড থাকায় বিশুদ্ধ পানীয় জলের অভাব রয়েছে সর্বত্রই। শহর অঞ্চলে পৌরসভা থেকে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হলেও পরিশোধিও পানীয় জলের অভাব রয়েছে গ্রাম অঞ্চলগুলিতে। মালঞ্চ গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল বিশুদ্ধ পানীয় জলের এদিন জেলা পরিষদের পক্ষে বিশুদ্ধ পানীয় জলের সোলার পাওয়ার ওয়াটার এটিএম এর শিলান্যাস করায় খুশি এলাকাবাসী।

দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা জানান, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায় সারা জেলায় নানান উন্নয়নের পাশাপাশি গ্রাম অঞ্চলগুলিতে সাধারণ মানুষকে বিশুদ্ধ পানীয় জল দিতে উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ। এদিন মালঞ্চা গ্রামে সেই কাজের শিলান্যাস হলো।

বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার বলেন, আজকে বালুরঘাট ব্লকের অন্তর্গত ছয় নম্বর ডাঙা অঞ্চলের মালঞ্চা গ্রামে একটা ওয়াটার এটিএম শিলান্যাস হলো দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের পক্ষ থেকে। রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী চায় যে প্রান্তিক এলাকার মানুষরাও পরিশোধিত পানীয় জল পান করুক। তাকে সামনে রেখেই দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের পক্ষ থেকে আজকে 5 লক্ষ 43953 টাকা ব্যয়ে ওয়াটার এটিএম মালঞ্চ গ্রামের প্রতিষ্ঠার শুভ শিলান্যাস। সেই শিলান্যাসের জন্য আজকে আমরা এখানে এসেছি। এই অঞ্চলের বিস্তীর্ণ এলাকার প্রচুর মানুষ এই ওয়াটার এটিএম হলে সেখান থেকে পরিশোধিত পানিয় জল পেতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *