নির্মম ধর্ষণ-হত্যার বিচার: তিন যুবকের আজীবন কারাদণ্ড ঘোষণা অতিরিক্ত দায়রা জজের।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- এক নাবালিকাকে ধর্ষণ করে আগুনে পুড়িয়ে হত্যার মামলায় তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের অতিরিক্ত দায়রা জজ সন্তোষ পাঠক। শনিবার সন্ধ্যায় এই রায় ঘোষণা করা হয়। পাশাপাশি প্রত্যেক অভিযুক্তকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে অতিরিক্ত তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। গতকালই আদালত তাদের দোষী সাব্যস্ত করেছিল।

সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানান, ২০২০ সালের ৬ জানুয়ারি বিকেলে কুমারগঞ্জের বাসিন্দা জৈনিকা নামে এক নাবালিকা শাল কিনতে বাজারে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন সাফানগর বেলখোর এলাকার একটি কালভার্টের নীচে অর্ধদগ্ধ, ক্ষতবিক্ষত অবস্থায় তার দেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

ঘটনার তদন্তে নামে কুমারগঞ্জ থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে জানা যায়— গঙ্গারামপুর ও তপন এলাকার তিন যুবক ওই নাবালিকাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। তদন্তে একটি দোকানের শাল বিক্রির রসিদ হাতে পায় পুলিশ, যা গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে প্রমাণিত হয়। ওই সূত্র ধরে মাত্র এক দিনের মধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

দোষী সাব্যস্ত তিনজন হলেন—
মহবুব মিয়া, পঙ্কজ বর্মন ও গৌতম বর্মন; এদের মধ্যে দুইজনের বাড়ি গঙ্গারামপুরে এবং একজনের বাড়ি তপনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *