নিজস্ব সংবাদদাতা, মালদা:–ভোট পর্ব মিটে যাওয়ার পর মালদার গাজোলের ডিসিআরসি কেন্দ্রে উদ্ধার তিন-তিনটি ব্যালট বক্স। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য জেলার রাজনৈতিক মহলে।পঞ্চায়েত ভোট গণনার পর সপ্তাহ ঘুরেছে তার পরেও গননা কেন্দ্রে রয়েছে সিল প্যাক ব্যালট বাক্স। এমনই অভিযোগ তুলে সরব মালদহের গাজোলের বিজেপি নেতৃত্ব।অবাক কান্ড! ভোট গণনা পর্ব মিটে যাওয়ার দিন কয়েক পর মালদার গাজোলের ডিসিআরসি কেন্দ্রে মিলল তিন-তিনটি ব্যালট বক্স। যাকে কেন্দ্র করে সোমবার রাতে জোর চাঞ্চল্য তৈরি হল গাজোল হাজিনাকু মহম্মদ হাইস্কুলের ডিসিআরসি কেন্দ্র এলাকায়। এই প্রসঙ্গে তৃণমূল এবং বিজেপি নেতৃত্ব কি জানালেন শুনুন তাদের মুখ থেকেই
Leave a Reply