পশ্চিম মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতাঃ- চক্রান্ত করে তৃণমূলের অঞ্চল সভাপতির নামে ধর্ষণের মত জঘন্য অভিযোগ প্রচারের জন্য পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের মকরামপুরে প্রতিবাদ এবং ধিক্কার মিছিল করলো মহিলা তৃণমূল। প্রসঙ্গত গত ৯ই মার্চ মকরামপুর অঞ্চল তৃণমূল পার্টি অফিসে প্রাক্তন বিজেপি নেত্রীকে দলীয় কার্যালয়ে ডেকে অঞ্চল সভাপতি লক্ষ্মী শিট ধর্ষনের অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামে বিজেপি ও একাধিক রাজনৈতিক বিরোধী দলগুলি। এবং দাবি তোলা হয় অঞ্চল সভাপতিকে গ্রেপ্তারের। এই ঘটনা নিয়ে পাল্টা মহিলা তৃণমূলের প্রতিবাদ মিছিল বের হলো মকরামপুর বাজারে। তৃণমূলের দাবি, বিজেপি চক্রান্ত করে অঞ্চল সভাপতি এর ওপর আক্রমণ এবং হেনস্তা করা পাশাপাশি ধর্ষণের মত জঘন্য অভিযোগের প্রচার করা তারই প্রতিবাদে মঙ্গলবার বিকেলে মকরামপুর বাজারে অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল মহিলা কংগ্রেসের প্রতিবাদ ও ধিক্কার মিছিল বের হলো। উপস্থিত ছিলেন বিধায়ক সূর্যকান্ত অট্ট, নির্মাল্য চক্রবর্তী, ব্লক তৃণমূল নেত্রী সুপর্ণা জৈন সহ অন্যান্য নেতৃত্বরা।
বিজেপি চক্রান্ত করে অঞ্চল সভাপতি এর ওপর আক্রমণ এবং হেনস্তা করা পাশাপাশি ধর্ষণের মত জঘন্য অভিযোগের প্রচার – প্রতিবাদে ধিক্কার মিছিল করলো মহিলা তৃণমূল।

Leave a Reply