রাজ্যজুড়ে সনাতনীদের উপর আক্রমণ ও অত্যাচারের বিরুদ্ধে কাঁথিতে হিন্দু শহীদ স্মরণসভা বিজেপির ।।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সারা রাজ্যজুড়ে সনাতনীদের উপর আক্রমণ ও মুর্শিদাবাদের সামসেরগঞ্জ জাফরাবাদে জেহাদিদের দ্বারা আক্রমনে দুই সনাতনী হিন্দু হরগোবিন্দ দাস ও চন্দন দাস কে খুনের প্রতিবাদে বুধবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির ডাকে “শ্রী শ্রী মা ভবতারিণী” মন্দিরের সামনে ‘হিন্দু শহীদ স্মরণ’ সভা অনুষ্ঠিত হলো। এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন কাঁথি লোকসভার সাংসদ সৌমেন্দু অধিকারী । এছাড়া উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার জেলা বিজেপি সভাপতি সোমনাথ রায়, জেলার সাধারণ সম্পাদক ড. চন্দ্রশেখর মন্ডল, খেজুরী বিধানসভার বিধায়ক শান্তনু প্রামাণিক, তাপস দলাই, নবীন প্রধান, অসীম মিশ্র, মুনমুন দাস, ধীরেন্দ্র নাথ পাত্র, কাঁথি নগর মণ্ডলের সভাপতি রামচন্দ্র পণ্ডা সহ জেলা ও কাঁথি নগর মণ্ডলের নেতৃত্ব ও কার্যকর্তা বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *