দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার আঊটিনা গ্রামে পঞ্চায়েত ভোট কে নিয়ে আউটিনা জিপির নারিকাজোড়্ গ্রামের ১০০টি পরিবার বিগত ৫বছর টিএমসির অত্যাচারে অত্যাচারিত অত্যাচারিত হয়ে এবারেরে পঞ্চায়েত ভোটে ওই গ্রামের ১০০টি পরিবার বাম পতাকা হাতে তুলে নিয়ে তারা জানান এবারে একটি ভোটও তৃণমূল কংগ্রেস কে নয়।বামেদের কে ক্ষমতায় এনে গ্রামের উন্নয়ন করবো।।











Leave a Reply