নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ভুয়ো মেডিকেলের নকল পরীক্ষা কার্ড নিয়ে প্রথম বর্ষের এমবিবিএস কোর্সে ভর্তি হতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো এক ছাত্রী। ধৃত ছাত্রীকে আদালতে পাঠায় কল্যাণী থানার পুলিশ। ঘটনাটি নদীয়ার কল্যানীর মেডিসিন জে এন এম হাসপাতালের ঘটনা। জানা যায় নদীয়ার কল্যানী আনন্দনগরের বাসিন্দা শ্রেয়া হালদার ভুয়ো নথি তৈরি করে ওই মেডিকেল কলেজে ভর্তি হতে এসে সন্দেহ হয় মেডিকেল কলেজের কর্তৃপক্ষের। এরপরেই তার বিরুদ্ধে অভিযোগ করা হয় কল্যাণী থানায়।এরপর ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই ছাত্রীকে আটক করে নিয়ে যায় থানায়। যদিও পরবর্তীতে আজই ওই ছাত্রীকে তোলা হয় আদালতে। তবে এই ধরনের ভুয়ো ঘটনায় রীতিমতো চঞ্চল সৃষ্টি হয় মেডিকেল কলেজ চত্বরে। অন্যদিকে ওই ছাত্রী কিভাবে নকলনতি তৈরি করল তার তদন্তে কল্যাণী থানার পুলিশ।
নকল পরীক্ষা কার্ড নিয়ে প্রথম বর্ষের এমবিবিএস কোর্সে ভর্তি হতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো এক ছাত্রী।

Leave a Reply