বৃহস্পতিবার দুপুরে হবিবপুর ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহ অগ্নি নিবারণ দফতর পক্ষ থেকে হবিবপুর ব্লকের বিভিন্ন পূজা কমিটি নিয়ে এই বৈঠক করা হয় হবিবপুর ব্লক প্রাঙ্গণে।

0
240

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-  আসন্ন কালীপূজা নিয়ে হবিবপুর ব্লকের বিভিন্ন পূজা কমিটি গুলিকে নিয়ে বৈঠক হবিবপুর ব্লক প্রশাসন ভবনে। কালী পূজা হাতে গোনা আর কয়েকদিন। তারপর শুরু হবে কালি পূজা ও মেলা। বৃহস্পতিবার দুপুরে হবিবপুর ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহ অগ্নি নিবারণ দফতর পক্ষ থেকে হবিবপুর ব্লকের বিভিন্ন পূজা কমিটি নিয়ে এই বৈঠক করা হয় হবিবপুর ব্লক প্রাঙ্গণে। এদিনের বৈঠকে বিভিন্ন পূজা কমিটি সদস্যদের পুলিশ প্রশাসন ও ফায়ার ব্রিগেড আধিকারিকরা আলোচনা করেন কি ভাবে সুষ্ঠভাবে পূজা করা যায়। এদিন এই বৈঠক উপস্থিত ছিলেন হবিবপুর ব্লকের বিডিও অংশুমান দত্ত ও হবিবপুর থানার আইসি সুবীর কর্মকার, ফায়ার ব্রিগেডের আধিকারিক, বিদ্যুৎ দপ্তরের আধিকারিক,হবিপুর বিধানসভার বিধায়ক সহ পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা, কেন কংগ্রেসের ব্লক সভাপতি অন্যান্য ব্যক্তিবর্গ। পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়। শব্দবাজি যেন নিয়ম শৃঙ্খলা বজায় রেখেই করা হয় বিক্রয় করা হয়। এছাড়াও জুয়া কোন পূজা মন্ডপ বা কোন এলাকায় বসলে পুজো কমিটি নজরে রাখে কোন মতেই জুয়া বসানো যাবেনা। তরফ থেকে জানানো হয় তা যেন সবরকম আয়রে ব্যবস্থা রাখে বিদ্যুৎ দপ্তর থেকে জানানো হয় বিদ্যুৎ ডিপার্টমেন্টের বিদ্যুতের ব্যক্তিকে দিয়ে বিদ্যুৎ ব্যবস্থা করা হয় এবং প্রশ্ন তার থেকে প্রতিটা পূজা মন্ডপের ক্যামেরা বসানোর জন্য জানানো হয় এবং পূজা কমিটিদেরকে বলা হয় ভলেন্টিয়ারের ব্যবস্থা করা হয়।কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে তা অতি সত্যই প্রশাসনকে যেন লাভ কর্তৃপক্ষকে জানাই।প্রশাসনের আধিকারিকরা ক্লাব গুলিকে সব রকম সাহায্য করবে বলে জানিয়েছেন। হরিপুরের ভিডিও অংশুমান দত্ত জানান প্রশাসনের নজরদারী থাকবে, নিয়ম-শৃঙ্খলা মেনেই পুজো কমিটিদের পুজো করতে হবে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। যেসব বিক্রি করবে? নিয়ম-শৃঙ্খলা মেনেই বাজির দোকান করতে হবে নির্দেশিকা আমি নাই পানে বাজি রাখতে পারবেন। পূজা মন্ডপে অগ্নি নিবারণের জন্য সব রকম ব্যবস্থা রাখতে হবে।


বাইট —-হবিবপুরে ভিডিও অংশুমান দত্ত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here