পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ-মনিপুর সহ BJP শাসিত রাজ্যে মহিলা ও দলিতদের উপর অত্যাচারের প্রতিবাদ রবিবার বেলা সাড়ে দশটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোডে তৃণমূলের ব্লক ST সেলের ডাকে প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভা করল তৃণমূল নেতা কর্মীরা, এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি চিন্ময় সাহা, জেলা পরিষদের জয়ী প্রার্থী অঞ্জনা মাহাতো ব্লক ST সেলের সভাপতি অশোক টুডু সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা, এই দিন গোটা চন্দ্রকোনারোড শহর এই মিছিল পরিক্রমা করে অবশেষে শহরের প্রাণকেন্দ্রে অর্থাৎ চৌরাস্তার মোড়ে প্রতিবাদ সবার মধ্য দিয়ে শেষ করা হয় এই প্রতিবাদ কর্মসূচি।
Leave a Reply