উত্তর 24পরগণা, নিজস্ব সংবাদদাতা:– মারের বদলে মার হুঁশিয়ারি অর্জুন যে মেরেছে তাকে ধরে মারতে হবে পুলিশকে সঙ্গে নিয়ে গুন্ডামি করছে তৃণমূল কাঁচরাপাড়ার বিজেপি কর্মী উপর দুষ্কৃতী হামলার পর কল্যাণী এমসে তাকে দেখতে এসে হুশিয়ারি অর্জুনের কাঁচরাপাড়ায় আক্রান্ত বিজেপি কর্মী নির্মল চন্দ্র দে কে কল্যাণী এমস এ দেখতে এসে বিস্ফোরক মন্তব্য করলেনব্যারাকপুরের প্রাক্তন সংসদ বিজেপি নেতা অর্জুন সিং বললেন যদি এই ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জন্য হয়ে থাকে তাহলে তৃণমূলের কেউ আক্রান্ত হলে তখন যেন তৃণমূল কান্নাকাটি না করে সেটাও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য হবে দেখুন বিস্তারিত।
মারের বদলে মার হুঁশিয়ারি অর্জুন সিং এর।

Leave a Reply