ছিঃ মমতা-পুলিশ! রাজ্যের বিরোধী দলনেতার গাড়ি লক্ষ্য করে হামলা, প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:-  ছিঃ মমতা-পুলিশ, ছিঃ! হাইকোর্টের নির্দেশে বিজেপির আক্রান্ত তিন বিধায়কের পাশে দাঁড়াতে আজ কোচবিহারে যাচ্ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা, সনাতনের সেবক ও জননেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। কিন্তু পথে ঘটে গেল এক লজ্জাজনক ও ভয়ানক ঘটনা।

কোচবিহারের এসপি অফিসে যাওয়ার পথে, মমতা সরকারের পুলিশের উপস্থিতিতেই, তৃণমূল কংগ্রেসের দুর্বৃত্তরা বাঁশ, লাঠি নিয়ে শুভেন্দুবাবুর কনভয়ের উপর নৃশংস হামলা চালায়। রাজ্যের বিরোধী দলনেতার গাড়ি লক্ষ করে করা এই হামলা ছিল পূর্বপরিকল্পিত ও সুস্পষ্টভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ঘটনাস্থলে থাকা পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন।

শুধু শুভেন্দু অধিকারীর গাড়িই নয়, তাঁর কনভয়ে থাকা পুলিশের গাড়িতেও হামলা চালানো হয়। রাজ্যের আইনের শাসনের কী অবস্থা তা আবারও প্রমাণ করল এই ঘটনা। প্রশাসনের নীরব দর্শক ভূমিকা, এবং তৃণমূলের মদতে এমন হামলা, রাজ্যবাসীর মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।

বিজেপির তরফ থেকে এই হামলার তীব্র নিন্দা করা হয়েছে। তাঁদের দাবি, রাজ্যের বিরোধী দলনেতার ওপর প্রকাশ্য দিবালোকে হামলা করে গণতন্ত্রকেই আঘাত করা হয়েছে।

ঘটনার তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারির দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *