মু্র্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতাঃ- শুক্রবার সকালে সামশেরগঞ্জ থানায় হারিয়ে যাওয়া মোবাইল গুলো মোবাইল মালিকদের হাতে ফিরিয়ে দিলেন সামশেরগঞ্জ থানার পুলিশ। মোবাইল পাওয়ার পর মালিকরা সামশেরগঞ্জ থানাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আমরা দেখেছি মাস খানেক আগে সামশেরগঞ্জ থানার তৎপরতায় হারিয়ে যাওয়া মোবাইল গুলো উদ্ধার করে মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছিল। মাস যেতে না যেতেই আবারো 40 টি মোবাইল মালিকদের হাতে তুলে দেওয়া হল। এই যে সামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ ইনচার্জ হওয়ার পর থেকেই একের পর এক বড় সাফল্য করছে সামশেরগঞ্জ থানা। অগ্নেওঅস্ত্র বোমা থেকে নিয়ে গাঁজা ইত্যাদি উদ্ধার করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ। সামশেরগঞ্জ থানার একের পর এক সাফল্যে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।
আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে নজিরবিহীন সাফল্য — একের পর এক উদ্ধার অভিযান সামশেরগঞ্জে।












Leave a Reply