প্রকাশ কালি ঘোষাল, হাওড়া :- সাত সকালে ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শালিমার সেকেন্দ্রাবাদ সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেন। ঘটনাটি ঘটে সকাল ৫:৩০ মিনিট দক্ষিণ পূর্ব রেলের শাখা নলপুর স্টেশনে লেভেল ক্রসিংয়ের কাছে। বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো শালিমার – সেকেন্দ্রাবাদ সাপ্তাহিক এক্সপ্রেস। দক্ষিণ পূর্ব রেলওয়ে হাওড়া শালিমার যাওয়ার ডাউন এক্সপ্রেস নলপুর স্টেশনের ক্রসিং এর সময় ইঞ্জিন পেছনের পাওয়ার বগি সহ আরো তিনটি কোচ লাইনচ্যুত। এক নম্বর থেকে দু’নম্বর দিকে ট্রেনটি আসার সময় জোরে ঝাঁকুনি দিয়ে লাইনচ্যুত হয়ে যায়। কোন হতা হত না হলেও বেশ কয়েক ঘন্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে ছুটে আসে রেলের ইঞ্জিনিয়ার, জিআরপি ও আর পি এফ এর সুরক্ষা বাহিনী। কিভাবে দুর্ঘটনা ঘটলো খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা। বগী সরিয়ে পুনরায় রেল চলাচল স্বাভাবিক করতে সময় গড়িয়ে সকাল ১০ বেজে যায়।