দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পঞ্চায়েত অফিসে তালা মেরে ও পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনায় রীতিমতো শোরগোল তপন থানার রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের করদহতে। গ্রামবাসীদের পথ অবরোধের জেরে বন্ধ যানচলাচল। ভোগান্তিতে পথচারীরা।
স্থানীয় সূত্রে খবর, রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মধ্য করদহ এলাকার একটি ঢালাই রাস্তা ভেঙে পুকুরের পরে যায়। যার কারণে নিত্যদিন যাতায়াত করতে সমস্যায় পড়েছিলেন গ্রামবাসীরা। রাস্তাটি বেহাল থাকার কারণে প্রায়ই ঘটতো দূর্ঘটনা। বিষয়টি একাধিকবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে জানিয়েও কোনো লাভ হয়নি অভিযোগ। রাস্তা সংস্কারের দাবিতে এর আগেও করদহ এলাকায় পথ অবরোধ করেছিলেন গ্রামবাসীরা। সেই সময় রাস্তাটি সংস্কারের আশ্বাস দিয়েছিলেন প্রশাসনিক কর্তারা। তার পরেও রাস্তা সংস্কারের কোনো সুরাহা হয়নি বলে খবর। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার ফের পথ অবরোধ করে গ্রামবাসীরা। পাশাপশি রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় গ্রামের মানুষজন।যার জেরে যান চলাচল বন্ধ হয়ে যায় করদহ এলাকায়। সমস্যায় পড়ে পথচলতি মানুষজন।এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তপন থানার পুলিশ ও ব্লকের কর্মীরা। শেষ পাওয়া খবর পর্যন্ত পথ অবরোধ চলছে।
Leave a Reply