যাদবপুর, নিজস্ব সংবাদদাতা:- মহালয়ার ভোরে আজানের সুরে মিলেমিশে আছে একত্ব। আমাদের মাটি বাংলার মাটি।বাংলার ধর্ম মাতৃত্ব। মা কোনোদিন শেখায় নি কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান কে জৈন কে বৌদ্ধ। বাংলা বরাবর শিখিয়েছে সবাই মায়ের সন্তান। সবার শিরায় একই রক্ত বইছে। মিশিয়ে দিলে যা আলাদা করা অসম্ভব। মুসলিম হাতের পোশাক পরে খ্রিষ্টান হাতের কারুকাজে মণ্ডপ সজ্জায় হিন্দুরা উৎসবে মেতে উঠেছে, এটাই বাংলার এবং বাঙালি সংস্কৃতির কয়েকশো বছরের পুরোনো আবেগের ছবি। নিজ নিজ ধর্মে বিশ্বাস রেখে সবাই মিলে হাতে হাত এবং কাঁধে কাঁধ রেখে মায়ের পুজো উৎরে দেওয়াই আমাদের ধর্ম। যার নাম মানব ধর্ম। তার থেকে বড় আর কোনো ধর্ম নেই। থাকতে পারেনা। বলছেন স্বয়ং মা। তাই ৫২ তম বর্ষে যাদবপুর অ্যাথলেটিক ক্লাব তাদের ২০২৫ এর শারদোৎসবে নিবেদন করছে সর্বজনীন বিশ্বজনীন সেই মায়ের আখ্যান।
হিন্দু-মুসলিম-খ্রিস্টান মিলনের আবেগে মাতৃপুজো উৎসব।

Leave a Reply