হরিশ্চন্দ্রপুর-মালদা, নিজস্ব সংবাদদাতাঃ ২৯ জানুয়ারি:- জাল প্রতিবন্ধী শংসাপত্র কাণ্ডে আরো দুই ব্যক্তিকে গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।শনিবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের ঝিকোডাঙ্গা গ্রামের বাসিন্দা তথা প্রতারক রাশেদুল ইসলাম এবং ডুমুরখোলা গ্রামের বাসিন্দা তথা প্রতারক মাসুদ আলী কে গ্রেফতার করে পুলিশ বলে খবর।পূর্বের তিনজনকে জিজ্ঞাসাবাদ করেই এই নতুন দুজনের নাম জানতে পরে বলে পুলিশ সূত্রে খবর।এই দুজনকে রবিবার চাঁচল মহকুমা আদালতে তোলা হয় এবং তাদের ১৪ দিনের জেল হেফাজত হয়েছে বলে জানা গিয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,টাকা দিলে বাড়িতে বসেই শংসাপত্র মিলবে,তা দেখিয়ে ভাতা মিলবে,এভাবে বুঝিয়েই চক্রটি সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলত বলে অভিযোগ।দীর্ঘদিন ধরেই তাদের রমরবিয়ে চলছিল জাল প্রতিবন্ধী শংসাপত্র তৈরির কারবার।আর সেই শংসাপত্র দেখিয়ে বিভিন্ন সরকারি সুবিধা পাওয়ার চেষ্টা করছিলেন সুস্থ মানুষেরা। এমনকি অনেক সুস্থ মানুষ এই জাল শংসাপত্র দেখিয়ে ভাতা পাচ্ছেন।
গোটা হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের অধিকাংশ পঞ্চায়েতে কয়েক বছর ধরে চক্রটি সক্রিয়।ফলে কীভাবে তা পুলিশ
-প্রশাসনের নজর এড়িয়ে গেল সেই প্রশ্ন উঠেছে।হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের বিডিও সৌমেন মণ্ডল বলেন ‘সুস্থ মানুষরাও বিশেষভাবে সক্ষমদের জাল শংসাপত্র নিয়ে ভাতা পাচ্ছেন বলে অভিযোগ।আমরা তদন্ত করছি।’হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেবদূত গজমের জানান,ইতিমধ্যে এই জাল চক্রের মোট পাঁচজন গ্রেফতার হয়েছে।এই চক্রের সঙ্গে আরো কারা জড়িত রয়েছে তাদের খোঁজে তল্লাশি চলছে।