কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- হাইকোর্টের নির্দেশের পরেও স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন নিয়ন্ত্রণের অবস্থা বদলাইনি। ফের আদালত অবমাননায় মামলা হয়। সেই প্রেক্ষিতে ফের করা পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট। রাজ্যে কতজন সরকারি স্কুলের শিক্ষক প্রাইভেট টিউশন এর সাথে যুক্ত আছেন সেই তালিকা এবার আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হল। সেই নির্দেশিকা কার্যকর করতে এবার দৃঢ় পদক্ষেপ নিল গৃহশিক্ষকদের অ্যাসোসিয়েশন। এই দিন ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশনের বিরুদ্ধে গৃহ শিক্ষকদের করা হুশিয়ারি দিয়ে সাংবাদিক সম্মেলন করা হলো সোদপুরে।
মিলন জানা, রাজ্য সম্পাদক, পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতি।
হাইকোর্টের নির্দেশ কার্যকর করতে সরব গৃহশিক্ষক কল্যাণ সমিতি।

Leave a Reply