সাভাতে কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে প্রতিভা বর্মনের স্বর্ণপদক, জেলা খুশিতে মাতোয়ারা।

দক্ষিণ দিনাজপুর, কলকাতা নিজস্ব সংবাদদাতাঃ- চন্ডিগড় সাভাতে কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে পশ্চিমবঙ্গের হয়ে অসাধারণ সাফল্য অর্জন করল দক্ষিণ দিনাজপুরের খেলোয়াড় প্রতিভা বর্মন। গোটা জেলা জুড়ে বইছে আনন্দের হাওয়া, চলতি মাসের ৫ই অক্টোবর চন্ডিগড়ে শুরু হয় সাভাতে কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ-বুধবার পর্যন্ত চলে টুর্নামেন্টটি। সেখানে দেশের বারোটি রাজ্যের প্রতিযোগিতারা অংশগ্রহণ করে। পশ্চিমবঙ্গের পক্ষে দক্ষিণ দিনাজপুরের কোষ ডাক্তার অঞ্জন কুমার মান্ডির নেতৃত্বে ৮ জন প্রতিযোগি অংশ নেন। প্রতিযোগিতায় ফলাফল দেখা যায় প্রতিভা বর্মন স্বর্ণপদক ও প্রথম স্থান জিতে রাজ্যের মুখ উজ্জ্বল করেছে। বুধবার সন্ধ্যা ৫:৩০ মিনিট নাগাদ এই গৌরবময় জয়ের খবর দক্ষিণ দিনাজপুরে পৌঁছাতেই আনন্দে ফেটে পড়ে খেলোয়াড় ও ক্রিয়া-প্রেমীরা। দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে এখন গর্ভ আর খুশির হাওয়া। চ্যাম্পিয়ন শিপে দক্ষিণ দিনাজপুরে নজর করা সাফল্য ভবিষ্যতের ক্রিয়া জীবনে আর ও অনুপ্রেরণা যোগাবে বলে মদ স্থানীয় ক্রিয়া মহলে ও দক্ষিণ দিনাজপুরের ক্রীড়া প্রেমীদের। প্রতিভা বর্মন স্বর্ণপদ ক পেয়ে দক্ষিণ দিনাজপুরের সাফল্যের কথা কি বললেন তার মুখ থেকে শুনে নেব সঙ্গে তার বাবা মুখ থেকে শুনবো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *